সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন

ঢাকা কলেজ একাদশে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

  • আপডেট টাইম শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ২.৫২ পিএম

ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে ভর্তির আবেদন করা যাবে ।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার মঙ্গলবার (৪ জানুয়ারি) সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের ভর্তি নীতিমালা ২০২১-২২ অনুযায়ী ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ছাত্র ভর্তি করা হবে। এক্ষেত্রে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত জিপিএ অনুযায়ী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।

বিভাগভিত্তিক আবেদনের নির্ধারিত জিপিএ

  • বিজ্ঞান বিভাগ- ৫.০০
  •  ব্যবসায় শিক্ষা বিভাগ- ৪.৭৫
  •  মানবিক বিভাগ- ৪.৫০

 

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, এবার বিজ্ঞান বিভাগে ৯০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ জন এবং মানবিক বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এসএসসি এবং সমমান পরীক্ষায় পাওয়া জিপিএ’র ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারিত হবে।

ভর্তির ফলাফল ৩টি পর্যায়ে বোর্ড কর্তৃক প্রক্রিয়াকরণ হবে। একজন শিক্ষার্থী তার মেধা ও পছন্দক্রম অনুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচিত হবেন।

নির্বাচিত শিক্ষার্থীদের নিজেই অনলাইনে রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ২২৮ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। এছাড়া একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুইবার সক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে মাইগ্রেশন সর্বদা শিক্ষার্থীর পছন্দক্রমনুসারে ওপরের দিকে হবে।

অনলাইনে আবেদনের জন্য ওয়েবের ঠিকানা- www.xiclassadmission.gov.bd

 

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today