রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:০৮ পূর্বাহ্ন

ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম বুধবার, ২০ জুলাই, ২০২২, ১২.৫২ পিএম
ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বিমানবন্দর স্টেশনে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সারাদেশে সকাল নয়টার পর কোনো ট্রেন এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। যার ফলে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ আছে।

বুধবার (২০ জুলাই) বেলা ১২টার দিকে দেশ টিভিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

এদিন টিকিট না পাওয়ায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিক্ষোভ করা শিক্ষার্থীরা দাবি করেন, টিকিট থাকার পরেও তাদের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে না।

টিকিট না পেয়ে ট্রেন বন্ধ করল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুরা

এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রেলওয়ে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে রেল চলাচল স্বাভাবিক করা হয়। ছাত্রদের সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্য রাজশাহী যাওয়ার ব্যবস্থা করা হয়।’

ওই শিক্ষার্থী বলেন, ‘আটটার আগে টিকিট কাটার জন্য ওয়েবসাইট খুলে বসেছিলাম। you are very valuable to us লেখা আসে। একটু পরে দেখি টিকিট নাই।’

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীসহ যাত্রীরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখনো আটকে আছে। এ কারণে নারায়ণগঞ্জ ব্যতীত ঢাকা থেকে সারাদেশ কোনো ট্রেন যেতে পারছে না। তবে সারাদেশ থেকে ঢাকায় ট্রেন আসতে পারছে।’

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today