ক্যাম্পাস টুডে ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আজ সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ‘চ’ ইউনিটের ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন সাত হাজার ৩৫৭ জন। সেই হিসেবে ‘চ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়াই করবেন ৫৬ জন শিক্ষার্থী।