রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:৩২ পূর্বাহ্ন

ঢাবিতে শহীদের স্মরণে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করবে ডাকসু

  • আপডেট টাইম সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ২.৪৩ পিএম

ঢাবি টুডে: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে শহীদদের স্মরণে আয়োজন করা যাচ্ছে ডাকসু শহীদ স্মৃতি ভলিবল প্রতিযোগিতা-২০১৯। সোমবার ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান ডাকসু’র ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর।
লিখিত বক্তব্যে শাকিল আহমেদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে ডাকসু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ডাকসু ১২টির অধিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও সহযোগিতা করেছে। তারই ধারাবাহিকতায় ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ামোদি শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
তিনি বলেন, ডাকসুর উদ্যোগে আগামী ২২-২৩ নভেম্বর শুক্রবার ও শনিবার শারীরিক শিক্ষা কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মরণে শিক্ষার্থীদের নিয়ে ‘ডাকসু শহীদ স্মৃতি ভলিবল প্রতিযোগিতা-২০১৯’ আয়োজন করতে যাচ্ছে। এর আগে গত ৩-৬ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বিভাগ ও হল সংসদের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদকের মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে খেলায় অংশগ্রহনের নিবন্ধন আহবান করা হয়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত সাড়া আমাদের বিমোহিত করে। শিক্ষার্থীদের মধ্য হতে প্রাপ্ত আবেদনের মধ্যে গত ৭ ও ৮ নভেম্বর লটারির মাধ্যমে গঠিত হয় মেয়েদের ছয়টি দল যা দুটি গ্রুপে ভাগ করা হয় ও ছেলেদের ১২টি দল যা চারটি গ্রুপে ভাগ করা হয়। মোট ১৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এছাড়া ভলিবল টিমের নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ১৮ জন শহীদ শিক্ষকদের নামে। মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ। পাকি বর্বরতার থাবা থেকে রেহাই পায়নি দেশের সবোর্চ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ও।
#দ্যা ক্যাম্পাস টুডে

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today