ঢাবি টুডেঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি আবাসিক হলের আংশিক কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে হলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সভাপতি হিসেবে নেতৃত্বে পেয়েছেন মেহেদী হাসান শান্ত, আর সাধারণ সম্পাদক হিসেবে মাহাবুবুর রহমান। আগামী এক বছরের জন্য তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে জানায় ছাত্রলীগ।
মেহেদী হাসান শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও মাহাবুবুর রহমান দর্শন বিভাগের শিক্ষার্থী।
আরও পড়ুনঃ ট্রাকচাপায় রাবি ছাত্রের মৃত্যু, ৫ ট্রাকে অগ্নিসংযোগ: মহাসড়ক অবরোধ
প্রসঙ্গত, প্রায় ছয় বছর পর গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন। এর আগে সর্বশেষ ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের সম্মেলন হয়েছিল। এদিকে, সম্মেলনের দিন দিনের মাথায় হলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।