ঢাবির রোকেয়া হলের সামনে থেকে ১২ সপ্তাহ বয়সী মানবভ্রূণ উদ্ধার

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : , ,

ক্যাম্পাস টুডে ডেস্ক


ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনের যাত্রী ছাউনি থেকে ১২ সপ্তাহ বয়সী মানব ভ্রূণ (ফিটাস) উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান। তিনি বলেন, ” ঢাবির রোকেয়া হলের সামনের যাত্রী ছাউনি থেকে একটি ভ্রূণ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বরাত দিয়ে আবদুল হান্নান আরও জানান, ভ্রূণের বয়স ১২ সপ্তাহ বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, “দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় এলাকার একটি যাত্রী ছাউনিতে ভ্রূণটি পড়ে থাকতে দেখে এক শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে ফোন দেয়। পরে প্রক্টরিয়াল টিম ভ্রূণটি উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়। তবে ভ্রূণটি কে বা কারা ফেলে গেছে সেটি বলতে পারছি না।”

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds