নোবিপ্রবি প্রতিনিধি
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রাফসির সঞ্চালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী, বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মাহাবুবুর রহমান রাফসি বলেন, এই ধর্ষণের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গতকাল ৫ জানুয়ারী সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিশ্ববিদ্যালয়ের “ক্ষণিকা” বাস থেকে কুর্মিটোলা বাসস্যান্ডে নামেন। এসময় কয়েকজন পেছন থেকে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে নির্জন জায়গায় রেখে যায়। রাত ১০ টায় বন্ধুদের সহযোগিতায় তাকে ঢামেকের ভর্তি করা হয়।