ঢাবি থেকে শিক্ষার্থীদের ল্যাপটপ, স্মার্টফোন দেয়া হবে!

সানজিদ আরা সরকার বিথী
ঢাবি প্রতিনিধি


ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস পুরোদমে চলছে;সিংহভাগ শিক্ষার্থী অনলাইন ক্লাসের বিপক্ষে থাকলেও কষ্ট করে ক্লাস করতে হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী প্রত্যন্ত গ্রামে থাকায় নেটওয়ার্কের সমস্যা, এমবি কেনার আর্থিক সমস্যা এমনকি অনেক শিক্ষার্থীর এন্ড্রয়েড মোবাইল ফোন না থাকায় অনলাইন ক্লাস করতে বিমুখ জানিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আশ্বাস দিয়েছিল শিক্ষার্থীদের সমস্যা নিরসনে পদক্ষেপ নেয়া হবে।

আর সেই আশ্বাসের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং থেকে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য যেসকল ইন্সট্রুমেন্ট খুবই প্রয়োজন তার তালিকা অতি জরুরি ভাবে চাওয়া হয়েছে।অনলাইন ক্লাস পরিচালনার সুবিধার জন্য ছকটি পূরন করে চাহিদা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের কাছে আবেদন করা হবে।

উল্লেখ্য করোনা মহামারীতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় সেশনজট এড়াতে ‘সীমিত পরিসরে’ ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হয়েছে।

Scroll to Top