ক্যাম্পাস টুডে ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান এবং সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পেয়েছেন কবির আবরার। জানা যায়, সাংবাদিক সমিতির সদস্যদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন।
আজ (রবিবার) তাদেরকে সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়াশোনা করছেন কবির আবরার।
মেহেদী হাসান জাতীয় দৈনিক কালের কণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং কবির বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম-এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।