বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৩০ পূর্বাহ্ন

ঢাবি সিঙ্গেল পরিষদ থেকে সহ-সভাপতি বহিষ্কার

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০, ২.১০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদের সহ-সভাপতি ফেরদৌস সিদ্দিক সায়মনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলটি থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে সংগঠনটির সকল ইউনিটের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৯ ফেব্রুয়ারী( রবিবার) এক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

সিঙেল সংগ্রাম কমিটির সভাপতি এস এম আব্দুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফেরদৌস সিদ্দিক সায়মন তার বহিষ্কারের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, “মিথ্যা-ভিত্তিহীন অভিযোগের দায়ে আমাকে বহিষ্কার করা হলো। এই ধরনের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। তারা সংগঠন থেকে আমাকে মাইনাস করে দিয়ে মিঙ্গেলদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সিঙ্গেলরা জানে আমি ত্যাগী ও রাজপথে পরিক্ষীত। তাছাড়া আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ করে সিঙ্গেলদের মাঝে দাপটের সহিত ফিরে আসবো ইনশাআল্লাহ।”

প্রসঙ্গগত, সিঙেল সংগ্রাম কমিটি প্রতিবছরই পুজিবাদী প্রেমের বিরুদ্ধে সোচ্চার হিসেবে কাজ করে আসছে। তাদের উল্লেখযোগ্য স্লোগান গুলোর মধ্যে অন্যতম হলো- “কেও পাবে কেও পাবেনা, তা হবেনা তা হবেনা”।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today