বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:২৯ অপরাহ্ন

তথ্যমন্ত্রী: করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২০, ৯.৩৭ পিএম

ক্যাম্পাস টুডে ডেস্ক


বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন,পুরো ইউরোপে করোনা-ভাইরাস ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার সময়মতো ব্যবস্থা গ্রহণ করে তা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ” সারাবিশ্বে ১৬৭টি দেশ করোনো-ভাইরাসে আক্রান্ত। গোটা বিশ্বের মানুষ প্রচণ্ডভাবে আতঙ্কিত। আমাদের দেশে সরকার সঠিক ব্যবস্থা সময়মতো গ্রহণ করেছে বিধায় আমাদের দেশে মাত্র ১০ জনের মধ্যে এই সংক্রমণ দেখা দিয়েছে। এই ১০ জনের বেশিরভাগই বিদেশ থেকে এসেছেন বা তাদের পরিবারের সদস্য, যাদের সংস্পর্শে ছিল। সরকার ব্যবস্থা গ্রহণ করেছে, আমরা আজকে এটিকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।”

এসময় হাছান মাহমুদ আরো বলেন, “বাংলাদেশের সামর্থ্য কম। ইউরোপের দেশগুলো যাদের অর্থনৈতিক সামর্থ্য, যাদের মেডিকেল সায়েন্স আমাদের দেশের থেকে অনেক ভালো। সেই দেশগুলো কিন্তু করোনআকে নিয়ন্ত্রণ করতে পারেনি।”

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today