তিন জন বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক পদে নিয়োগ পেলেন

ক্যাম্পাস টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
দ্যা ক্যাম্পাস টুডেঃ জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দেয়া হয়েছে তিনজন বিশিষ্ট শিক্ষাবিদকে। তারা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বারডেমের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কে আজাদ চৌধুরী এবং গ্যাস্ট্রোলিভার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মাহমুদ হাসান।
৫ বছরের জন্য তাদেরকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার (৬ মে) মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।৫ মে জারি করা প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় বলছে, জাতীয় অধ্যাপক (নিয়োগ, শর্তাবলী ও সুবিধাদি) সিদ্ধান্তমালা-১৯৮১ অনুসারে এই তিন জন বিশিষ্ট ব্যক্তিকে আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক পদে নিয়োগ হলো। একই সিদ্ধান্তমালা অনুসারে তারা দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন 

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে  The Campus Today New Page ক্লিক করুন 

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে  The Campus Today New Page ক্লিক করুন 

This will close in 5 seconds