রবিবার, ১১ জুন ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন

তোমাদেরকে সেলেব্রিটি বানানোর জন্য আমরা রাজপথে নামিনি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ৫.৩৮ পিএম

ক্যাম্পাস টুডে ডেস্ক


পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খানের সহযোগী শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতকে উপদেশ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর।

সিনহার সহযোগি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথের ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও নিয়ে চলছে তুমুল সমালোচনা। মেজর সিনহার হত্যাকাণ্ড নিয়ে কথা না বলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করতে বলায় সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।

নিজের ফেইসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ভিপি নুর ‘শুভবুদ্ধির উদয় হোক’ শিরোনামে আজ বৃহস্পতিবার  নুর শিপ্রা ও সিফাতকে সাহস না হারানোর এবং প্রলোভনে না পড়ার উপদেশ দেন।

ভিপি নুর তার ফেইসবুকে লেখেন,

‘শুভবুদ্ধির উদয় হোক!

তোমাদেরকে সেলেব্রিটি বানানোর জন্য আমরা রাজপথে নামিনি, বরগুনায় আমার ভাই-বোনেরা প্রদীপ, লিয়াকতদের উত্তরসূরীদের লাঠিপেটা খায়নি, একজন এসআই চড় খায়নি। নেমেছিলাম সত্য উদঘাটনে।

আমাদের মতো প্রতিবাদী মানুষগুলো রাজপথে না নামলে তোমাদেরকে মামলার আসামি হয়েই কারাগারে থাকা লাগতো মাস, বছর, অধিকন্তু হয়রানি।

ভেবেছিলাম তোমরা মুক্ত হলে আমরা সত্য উদঘাটনে যে সংগ্রামে নেমেছি সেটি সহজ হবে। কিন্তু তোমাদের ভূমিকা শুধু আমাকে, আমাদেরকে নয়, পুরো জাতিকেই হতাশ করছে।

তোমাদের পাশে পুরো জাতি ছিলো, তোমরা বুঝলে না! তোমরা চাইলে জাতির কাছে সৎ-সাহসী, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন বীর হিসেবে নিজেদেরকে তুলে ধরে সম্মানিত হতে পারতে। কিন্তু মনে হচ্ছে ওদের ভয়ে তোমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছো! যা আমাদেরকে সাময়িক পীড়া দিলেও পরবর্তীতে তোমাদের জন্যই বিপদের কারণ হবে।

কারণ ওরা হয়তো এখন ওদের প্রয়োজনে তোমাদেরকে সত্য না বলার জন্য চাপ দিচ্ছে, পাশে থাকবে বলছে, প্রলোভন দেখাচ্ছে। কিন্তু প্রয়োজন শেষে ওরাই তোমাদেরকে বিপদে ফেলবে।

তাই সময় থাকতে তোমাদের শুভবুদ্ধির উদয় হোক। কারণ, পরবর্তীতে বিপদে পড়লে কাউকে পাশে নাও পেতে পারো।

নুরুলহক নুর

ভিপি ডাকসু। ‘

এদিকে সিফাতের মুক্তির দাবিতে বরগুনায় মানববন্ধন ও পুলিশের হামলার ঘটনাও স্মরণ করেন ভিপি নুর। তিনি দাবি করেন, সাধারণ মানুষ প্রতিবাদ না জানালে জেলেই থাকতে হতো শিপ্রা এবং সিফাতকে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today