সারাদেশ টুডেঃ করোনা দূর্যোগের মধ্যে দিনের পর দিন না খেয়ে ক্ষুব্ধ হয়ে উঠছেন ক্ষুধার্ত মানুষ।এবার ঝিনাইদহে ত্রাণ না পেয়ে এক ইউপি চেয়ারম্যানকে মারধর করেছেন তারা। এর আগে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেন।
এটি নতুন কিছু না এর আগে কোন নেতার ঘর খুঁড়ে সরকারি চাল জব্দ আরও কত কি, আবার সিরাজগঞ্জে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেন বাস শ্রমিকরা। এমন পরিস্থিতিতেও কেউ কেউ গুদাম ভর্তি করছেন চাল। নারায়ণগঞ্জ বন্দরে ইউনিয়ন যুবলীগ নেতার গুদাম থেকে ১২শ বস্তা চাল জব্দ করা হয়েছে
ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদ চত্বর ঘেরাও, অতঃপর চেয়ারম্যানকে মারধর বিক্ষোভকারীদের।
অভিযোগ, করোনার সংকট দীর্ঘায়িত হলেও এখন পর্যন্ত কোনো ত্রাণ পাননি তারা। পরিবার নিয়ে চরম কষ্টে দিন পার করলেও এগিয়ে আসেননি কেউ। নিরুপায় হয়ে ত্রাণের জন্য গেলে এক নারীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেন চেয়ারম্যান।
তবে, পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম বিষয়টিকে ষড়যন্ত্রমূলক দাবি করেছেন।