মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন

ত্রাণ দিয়ে ছবি তুলে আবার ফেরত নিল আওয়ামী লীগ নেতা

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ১০.১৯ পিএম
টাঙ্গাইল ত্রাণ আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন মাসুম

ক্যাম্পাস টুডে ডেস্ক


দেশে জাতীয় দুর্যোগকালে টাঙ্গাইল দেলদুয়ারে কর্মহীন দরিদ্র নারীকে  ত্রাণ সামগ্রী হাতে ধরিয়ে দিয়ে ছবি তুলে তা ফেরত নিয়েছে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা।

উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুন্সিনগর গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে। ত্রাণ সামগ্রী দেয়ার ছবি ফেসবুকে প্রকাশ পেলে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা।
বিষয়টি জানাজানি হলে দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

জানা যায়, অভিযুক্ত মোজাম্মেল হোসেন মাসুম উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক। তিনি মুন্সিনগর গ্রামের ফজল মিয়ার স্ত্রী হালিমা বেগম ও একই গ্রামের মৃত মোমিন মিয়ার স্ত্রী সালেহা বেওয়াকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ লিটার তেল, ৩ কেজি আলু দিয়ে  ছবি তুলে। পরে ত্রাণ সামগ্রী ফেরত নিয়ে তাদের একটি করে সাবান দিয়ে বিদায় দিয়ে দেয় ওই নেতা। পরে পরে বিষয়টি ভাইরাল হয়।

এ ব্যাপারে ফাজিলহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার শহীদুর রহমান বলেন, “উপজেলা আ.লীগের নির্দেশে ঘটনাটি তদন্ত করে সত্যতা পেয়ে ৪ নং ওয়ার্ড আ.লীগ নেতা মোজাম্মেলকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।”

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮’শ ছাড়ালো । নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩৯ জনের মৃত্যু।

নতুন করে ১৮২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৮০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আরো তিন জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ সোমবার (১৩ এপ্রিল)  দুপুর আড়াইটায়  মহাখালী থেকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ সব তথ্য জানান দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today