ইবি প্রতিনিধি: ‘থেকে এক সাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গেট টু গেদার ২০২১ পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কাম ফর টু চাইল্ড (সি আর সি)।
আজ বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় পেয়ারা তলায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ, সাবেক ও বর্তমান সদস্যের গেট টুগেদার এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মার্কেটি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইবনে মনির হোসেন ও সাধারণ সম্পাদক ইসলামের হতিহাস বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের উম্মে সালমা বৃষ্টি।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইমদাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাহিদ হাসান। উপস্থিত ছিলেন সহ সভাপতি আতিকুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক সাখাওত হোসেম সহ সাংগঠনিক সম্পাদক উম্মে হাবিবা হ্যাঁপি, শিক্ষা ও পাঠ্যচিত্র বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান, উপ প্রচার বিষয়ক সম্পাদক আব্দুলাহ পারভেজ, আন্তর্জাতিক বিষয় সম্পাদক ইসরাফিল হোসাইন, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক আফছানা আক্তার প্রমুখ।