দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশের ১ম সোনা দিপু চাকমার

খেলাধুলা টুডেঃ ১৩ তম দক্ষিণ এশিয়ান গেমস (এসএ) গেমসে দেশের হয়ে প্রথম সোনার পদক জিতেছেন দিপু চাকমা। তায়কোয়ান্দো দো হলে অনুষ্ঠিত ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ কেজি শ্রেণিতে দিপু হারিয়েছেন ভারতের প্রতিযোগীকে।

সোমবার তায়কোয়ান্দোতে এসেছে কাঙ্ক্ষিত সেই পদক। বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দিয়েছেন দিপু চাকমা। এর আগে ২০১৬ সালে এশিয়ান হামবাদান গেমসে সোনা জেতেন দিপু। এবার নেপালেও জিতলেন সোনা।

কোরিয়ান কোচ মিন হাক সেও গত নভেম্বরে দায়িত্ব নেন বাংলাদেশ দলের। তার আসার পর থেকেই বেশ উন্নতি হয়েছে দিপুর খেলায়। এদিকে, ২০০১ সাল থেকে তায়কোয়ান্দোতে খেলছেন সেনাবাহিনীতে চাকরি করা দিপু। বিভিন্ন আন্তর্জাতিক আসরে ৫টি সোনা ও ১টি রুপা জিতেছেন তিনি।

উচ্ছ্বসিত দিপু নিজের প্রতিক্রিয়া দিলেন এভাবে, ‘আমি এখনো ঘোরের মধ্যে আছি। বুঝতেই পারছি না কীভাবে কি হলো। আমার এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। দেশকে কিছু দিতে পেরেছি বলে খুব গর্ব হচ্ছে। আমি অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment