বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৪৩ পূর্বাহ্ন

দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৩.৪৪ পিএম
আলিম পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়লো

ক্যাম্পাস টুডে ডেস্কঃ চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুরে মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১৫ সেপ্টেম্বর চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ৩ অক্টোবর। এরপর ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আলাদা সময়সূচিতে পরীক্ষা হলেও সাধারণত প্রতিবছর এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার শুরুর দিনটি একই থাকে। কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনও ঘোষণা হয়নি।’

উল্লেখ্য, সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। তবে এই বছর ১৯ জুন শুরুর কথা থাকলেও সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today