দাম্পত্য কলহের জেরে নিজের জিহবা হারালেন স্বামী

সারাদেশ টুডে :সোশ্যাল মিডিয়ায় ভাইরালকৃত একটি ভিডিও এখন পরিণত হয়েছে “টক অব দ্যা ভিলেজে”। হ্যাঁ,ঠিক এমনি অদ্ভুত একটি ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ উপজেলায় ।

মামুন মিয়া নামে এক যুবক অভিযোগ করেন যে তার স্ত্রী জিহ্বায় কামড় দিয়ে ছিড়ে নিয়েছেন তার জিহ্বার একাংশ। ৩০ মে রাতে উপজেলার চরপলাশ গ্রামে এ ঘটনা ঘটে ।

মামুনের বিয়ে ৭-৮ মাস আগে  পারিবারিকভাবে সম্পন্ন হয় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের জনৈক হারুন মিয়ার মেয়ে নূপুর আক্তারের সঙ্গে । তবে বিয়ের কিছুদিন পর থেকেই এ নব দম্পতিদের মধ্যে কলহের শুরু হয়। এর জের ধরেই শনিবার রাত ১২টার দিকে ঘুমন্ত স্বামী মামুন মিয়ার অণ্ডকোষ চেপে ধরেন স্ত্রী নূপুর। এ সময় স্বামীর জিহ্বায় কামড় দিয়ে ছিড়ে ফেলেন।

এ সময় স্বামী মামুন চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ঘুম থেকে উঠে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লেখ করেন, স্ত্রীর কামড়ে স্বামীর অর্ধেক জিহ্বা কেটে দেয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। এর আগে এমন ঘটনা ঘটেনি।

পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান  বলেন, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। তবে, এ ঘটনাটি লোকমুখে জানতে পেরেছেন তিনি ।

বর্তমানে মামুন মিয়া  কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।

Scroll to Top