সারাদেশ টুডেঃ- র্যাব কক্সবাজারে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। ২৫ অক্টোবর শুক্রবার রাতে কক্সবাজার জেলার লিংকরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কক্সবাজার সদরের মধ্যম বাহারছড়া এলাকার আব্দুস সবুরের ছেলে কাজী জাফর সাদেক ও বড়বাজার এলাকার প্রয়াত ওক্যাসিং এর ছেলে মংছেন ওয়াং। আবদুল্লাহ মো. শেখ শাদী (র্যাব পরিচালক ) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি জানান, ইয়াবাসহ আসামিদের কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।