রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন

দুই ছাত্রকে পিষে মারল বেপরোয়া মাইক্রোবাস

  • আপডেট টাইম বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০, ১.২৮ পিএম

সারাদেশ টুডে


মাইক্রোবাসের ধাক্কায় দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকালে রাজশাহীর
গোদাগাড়ী উপজেলার সাধুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে পুলিশ নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে। নিহত দুই জন উপজেলার নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলো- উপজেলার রাতারবাড়ি গ্রামের আলমগীর হোসেনের ছেলে সুমন (১১) এবং হামিদুর রহমানের ছেলে আব্দুল আলিম সোহাগ (১২)। এ ঘটনায় একই গ্রামের মোমিনুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (১০) আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম।তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে গোদাগাড়ী অভিমুখে একটি মাইক্রোবাস আসছিল। উপজেলার সাধুরমোড় এলাকায় সেটি পৌঁছলে একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। বাইসাইকেলে থাকা স্কুলগামী তিন শিশু শিক্ষার্থী ছিল। মাইক্রোবাসের ধাক্কায় তিনজন রাস্তার ওপরে ছিটকে পড়ে। পরে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় জাহিদ। আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today