চবি প্রতিনিধি: আগামী মাসের শুরুতে দুটি নতুন ট্রেন পেতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শিক্ষার্থীরা।
শনিবার অনুষ্ঠিত ৩৩ তম সিনেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। সিনেট সদস্য ড. ওমর ফারুক রাসেলের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
চবি উপাচার্য বলেন, আমি গতকালও (শুক্রবার) রেলমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন, তিনি আমাদের একটি নয়, দুইটি শাটল ট্রেন দেবেন। আগামী অক্টোবরের ১ তারিখ থেকে চালু হবে ট্রেন দুটি।
২০১৯ সালের জুলাই মাসে শাটল ট্রেনে চড়ে ক্যাম্পাসে আসেন রেলমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন রেলমন্ত্রী।
তখন তিনি ঘোষণা দেন এসি ও ওয়াই-ফাইসহ ১৫-১৬ বগিবিশিষ্ট একটি নতুন ট্রেন দেবেন চবি শিক্ষার্থীদের।