শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:৫৫ অপরাহ্ন

দু’দিন ধরে নিখোঁজ: রাস্তার পাশে মিলল মেডিকেল ছাত্রের ঝুলন্ত মরদেহ

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ১১.৩৭ এএম

ক্যাম্পাস টুডে ডেস্কঃ নিখোঁজের দুদিন পর ফরিদপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র নয়ন চন্দ্র নাথের (২৪) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কলেজ প্রাঙ্গনের বাইরে মুন্সিবাজার বাইবাস সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নয়ন ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের মৃত দিলীপ চন্দ্র নাথের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল নয়ন।

জানা যায়, গত ৩ নভেম্বর থেকে শুরু হয় শেষ পেশাগত মেডিকেল পরীক্ষা। পরীক্ষায় ছয়টি লিখিত পরীক্ষা হওয়ার কথা। নয়ন তিনটি পরীক্ষায় অংশ নেন। বৃহস্পতিবার ছিল চতুর্থ পরীক্ষার দিন সকাল ১০টায়পরীক্ষা শুরু হয়। কিন্তু নয়ন এর সোয়া এক ঘণ্টা আগে ছাত্রাবাস থেকে বের হন।

নয়ন ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রাবাসের ৫১০ নম্বর কক্ষের ছিলেন। তবে পরীক্ষায় পড়াশোনার জন্য ১০৪ নম্বর কক্ষে থাকতেন।

নয়নের বন্ধু ওয়াকিফ উল আলম জানান, “নয়নের ইচ্ছে ছিল সার্জন হওয়ার। কিন্তু ডান হাতের আঙুলে সমস্যা রয়েছে। সার্জন হতে পারবে না—এটা জানার পর থেকেই বেশ কিছুদিন ধরে নয়ন মানসিকভাবে বিপর্যস্ত ছিল।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। কলেজ কর্তৃপক্ষ ফরিদপুর কোতোয়ালি থানায় এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

দ্য ক্যাম্পাস টুডে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today