ক্যাম্পাস টুডে ডেস্ক
করোনা কালে সামাজিক দূরত্ব বজায় রাখতে সারাদেশে কাজ করছে সেনাবাহিনী। এমতাবস্থায় দুর্ঘটনার কবলে পড়েছে সেনাবাহিনীর একটি গাড়ি।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, গাড়িতে শুধুমাত্র একজন চালক ছিলেন।
জানা গেছে, দুর্ঘটনার বিষয়ে পুলিশের কাছে আর কোন তথ্য নেই। তবে সেনা সদস্যরা জানিয়েছে তারা নিজস্ব রেকার এনে গাড়িটি নিজ দায়িত্বে সরিয়ে নেবে।