ক্যাম্পাস টুডে ডেস্ক
ডেল্টা মেডিকেল কলেজে এন্ড হসপিটালের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন তিনি।
রবিবার (২২ মার্চ) ওই চিকিৎসকের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। বাংলাদেশ ডক্টর’স ফাউন্ডেশনের প্রধান প্রশাসক ডা. নিরুপম দাস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।ওই চিকিৎসক মিরপুরের টোলারবাগের এক করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করেছিলেন।
ডা. নিরুপম দাস সংবাদমাধ্যমকে জানান, রবিবার তার (ওই চিকিৎসকের) করোনা ভাইরাস ইনফেকশনের প্রতিবেদন এসেছে। বর্তমানে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-মৈত্রী হাসপাতালের করোনা ইউনিটে চিকিতসাধীন আছেন। শ্বাসকষ্ঠ থাকায় ওই চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক।
সংবাদটি শেয়ার করুন