ক্যাম্পাস টুডে ডেস্ক
গেল ২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। করোনাভাইরাসে দেশে নতুন করে ৪১ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগই যুবক।
আক্রান্তদের মধ্যে দশ বছর বয়সের নিচে রয়েছে একজন। ১১ থেকে ২০ বছরের মধ্যে চারজন।।আক্রান্ত ১০ জন রয়েছে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫ জন। ৯ জন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন। ষাটোর্ধ্ব রয়েছেন পাঁচজন।
আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) থেকে করোনা নিয়ে অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সেব্রিনা ফ্লোরা আরও বলেন, আক্রান্ত ৪১ জনের মধ্যে ২০ জনই ঢাকা মহানগরীর, ১৫ জন নারায়ণগঞ্জের, একজন কেরানীগঞ্জের, একজন কুমিল্লার ও একজন চট্টগ্রামের।নতুন আক্রান্তের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন।