দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮’শ ছাড়ালো

ক্যাম্পাস টুডে ডেস্ক


দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮’শ ছাড়ালো। নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩৯ জনের মৃত্যু।

নতুন করে ১৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৮০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আরো তিন জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Scroll to Top