দ্য ক্যাম্পাস টুডে’তে খবর প্রকাশের পর, ইংরেজী বিভাগের পরীক্ষা বাতিল

ক্যাম্পাস টুডে ডেস্কঃ ‘ইবির ইংরেজি বিভাগে একই প্রশ্নপত্রে দুই শিক্ষাবর্ষের পরীক্ষা’ শিরোনামে ‘দ্য ক্যাম্পাস টুডে’তে খবর প্রকাশের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজী বিভাগের অনার্স তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা বাতিলসহ দুই শিক্ষককে সাজা দেয়া হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিভাগীয় একাডেমিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ইংরেজী বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।


দ্য ক্যাম্পাস টুডে’তে প্রকাশিত নিউজটি পড়ুনঃ ইবির ইংরেজি বিভাগে একই প্রশ্নপত্রে দুই শিক্ষাবর্ষের পরীক্ষা


সভা সূত্রে জানা যায়, একই প্রশ্নপত্র দিয়ে টানা দু’বছর অনার্স তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ইংরেজী বিভাগের পরীক্ষা কমিটির সভাপতি ড. মোহাম্মদ আজগর হোসেনকে এক বছরের জন্য পরীক্ষার সকল প্রকার কার্যকর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসনে জাহিদ কে দুই বছরের জন্য কোর্সেটির ক্লাস না নেওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষাটি বাতিল করা হয়েছে একাডেমিক সভায়।

ইংরেজী বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানা বলেন, “আমরা বিভাগীয় সভায় এ পরীক্ষাটি বাতিল করেছি। পরীক্ষা কমিটির নতুন সভাপতির দায়িত্ব কাকে দেয়া হবে সেটিও নির্ধারণ করেছি।”

প্রসঙ্গত, এবছরের ৯ নভেম্বর ‘এলিজাবেথান এ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা’ (৩০৫) নং কোর্সের পরীক্ষা-২০১৯ অনুষ্ঠিত হয়। এতে ২০১৮ সালে অনুষ্ঠিত একই কোর্সের ২ ও ৩ নং প্রশ্ন পরির্বতন করা হলেও ওই প্রশ্নে ‘অথবা প্রশ্ন’ হুবহু মিল রেখে পরীক্ষা গ্রহণ করা হয়। ৬ নং প্রশ্নে ব্যাখ্যা অংশে ‘সি’ নং প্রশ্ন ব্যতিত ৭টি প্রশ্ন মিল রয়েছে ওই প্রশ্নপত্রে।

দ্য ক্যাম্পাস টুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *