শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৯:১৯ অপরাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফের আয়োজনে নারী দিবস উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ৯ মার্চ, ২০২২, ৯.০৯ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফের আয়োজনে নারী দিবস উদযাপন

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচিতে’উইমেন পিস ক্যাফে’র আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালিত হয়েছে।

বুধবার (৯মার্চ) সকালে কেন্দ্রীয় লাইব্রেরির অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

এসময় তিনি সংগঠনটির আয়োজিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দেয়ালিকা প্রদর্শনী, আর্ট গ্যালারী, পিস আড্ডা, পেনডেমিক ডায়েরী, র‌্যালিতে অংশ নেন। এসময় উপাচার্য উইমেন পিস ক্যাফের বিভিন্ন কর্মকাণ্ডে মুগ্ধতার কথা জানিয়ে সমঅধিকারে বিষয়টিতে গুরুত্বারোপ করে নারীদের আরও বেশি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে লাইব্রেরি ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে প্রশাসনিক ভবনের নিচে এসে শেষ হয়। ভবনের কনফারেন্স রুমে পিস আড্ডা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাফিয়া ইসলাম ভাবনা ও সভাপতি মেশকাতুল জিনানের উপস্থাপনায় পিস আড্ডা পরিচালনা করেন সিপিজের প্রজেক্ট এসিস্ট্যান্ট মাহমুদা স্বর্না। পিস আড্ডায় উপস্থিত ছিলেন, ঢাকা, ব্র‍্যাক, বেগম রোকেয়া এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী। এরপর উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের মানসম্পদ বিভাগের পরিচালক, রিফাত সুলতানা, সিপিজের রিসার্চ কো অর্ডিনেটর মুহাম্মদ বদিউজ্জামান, ইউএন উইমেন এর প্রোগ্রাম এনালিস্ট তানিয়া শারমিন।

উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর মো. বাকীবিল্লাহর স্বাগত বক্তব্য রাখেন এবং সিপিজের প্রজেক্ট ম্যানেজার জিয়া উদ্দিনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় পিস ক্যাফের মেন্টর জান্নাতুল নাঈম, সাদিক হাসান শুভ, সিপিজের মোঃ কমিউনিকেশন্স অফিসার মোঃ ওয়াহিদুল ইসলাম সহ প্রমুখ।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today