ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছায় রক্তদান সংস্থা রক্তিমার নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছর তারা এই দায়িত্ব পালন করবেন। শনিবার (২১ মে) সংগঠন থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটিতে সভাপতি হয়েছেন ১৭-১৮ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. মোয়াজ্জেম হোসেন (আদনান) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ১৮-১৯শিক্ষাবর্ষের উন্নয়ন অধ্যায়ন বিভাগের শিক্ষার্থী শৈবাল নন্দী হিমু।
এছাড়াও সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উম্মে হাবিবা হ্যাপী ও কাজী মাহিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান জীম, সহ সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী কর্মকার, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ও সহ প্রচার সম্পাদক হিসেবে রোহিনী বিশ্বাস দায়িত্ব পেয়েছেন।