ক্যাম্পাস টুডে ডেস্ক: উত্তর বঙ্গের জেলা নওগাঁতে স্থাপিত হবে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয় ‘ নামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়।
পাচ্ছে নওগাঁ জেলার বাসিন্দারা। ইতিমধ্যে নওগাঁয় পূর্ণাঙ্গ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার লক্ষে জরুরি ভিত্তিতে খসড়া আইন প্রণয়ন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত রোববার (২১ জুন) সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপন পাঠানো হয়েছে ইউজিসির চেয়ারম্যানকে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে , “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নওগাঁ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের নিমিত্তে যুগপোযোগী একটি খসড়া আইন প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
উল্লেখ্য এর আগে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাবের অনুমোদন দেন।