নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট Avatar

ক্যাটাগরি :

ক্যাম্পাস টুডে ডেস্কঃ নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন। একটি সামরিক বিমানে বিধ্বস্ত হয়ে তিনি প্রাণ হারান।

শুক্রবার (২১ মে) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় এ দুর্ঘটনাটি ঘটে। গত জানুয়ারিতে নাইজেরিয়ার সেনাপ্রধানের দায়িত্ব নেন ইব্রাহিম আত্তাহিরু।

শনিবার (২২ মে) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, সরকারি সফরে যাওয়ার পথে শুক্রবার কাদুনা বিমানবন্দরের পাশে ইব্রাহিম আত্তাহিরুকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় সেনাপ্রধান ছাড়াও এতে ১০ জন যাত্রী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds