নাটরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি :

ক্যাম্পাস টুডে ডেস্ক


সারাদেশ থেকে নাটোরকে বিচ্ছিন্ন করে প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ শনিবার জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও সরকারি প্রজ্ঞাপন জারির পর নাটোরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এসপি লিটন কুমার সাহা বলেন, ‘সারা দেশ থেকে নাটোরকে বিচ্ছিন্ন করে প্রবেশের সব পথ বন্ধ করা হয়েছে। এখানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তাছাড়া একান্ত প্রয়োজন ছাড়া কাউকে নাটোরে প্রবেশ করতে দেওয়া হবে না।’

আজ শনিবার দুপুরে নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এক ভিডিও কনফারেন্সে জানান, মোট ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। এর মধ্যে ২১ জনের দেহে করোনার উপস্থিতি না পাওয়া গেলে পাঁচজনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

সেই সঙ্গে নাটোরের জন্য ৪০টি ভেন্টিলেটরের আবেদন করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet