কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) একমাত্র ভাস্কর্য জাতির জনক বঙ্গবন্ধু ভাস্কর্যের নামফলক মুছে গেছে অনেক আগেই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশেই বঙ্গবন্ধু ভাস্কর্য অবস্থিত।
খোজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভাস্কর্য বঙ্গবন্ধু ভাস্কর্যের নামফলক নামেমাত্র আছে। নামেমাত্র নামফলক থাকলেও ভাস্করের নাম উদ্বোধকের নাম সহ গুরুত্বপূর্ণ তথ্যাদি মুছে গেছে অনেক আগে। মুছে যাওয়ার অনেক দিন পর ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখনো পর্যন্ত গৃহীত হয়নি কোন পদক্ষেপ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রশাসন এ ব্যাপারে খুবই আন্তরিক। আমরা অতি দ্রতই এ ব্যাপারে ব্যবস্থা নিব।
নামফলকের অবস্থা নিয়ে জানতে চাইলে প্রকৌশলি দপ্তরের নির্বাহী প্রকৌশিলী (সিভিল) জনাব এস. এম. শহিদুল হাসান বলেন, এটা অতি সামান্য কাজ এখানে প্রকৌশল দপ্তরের তেমন কাজ নাই। এস্টেট দপ্তর এ কাজ করবে।
উল্লেখ্য, এই ভাস্কর্য ২০১৭ সালের ১৫’ই আগস্ট তৎকালীন উপাচার্য প্রফেসর ড. আলী আশরাফ উদ্বোধন করেন। এটি ভাস্কর মৃণাল হক নির্মাণ করেন।
সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের কুবি প্রতিনিধি ইকবাল মুনাওয়ার।