সারাদেশ টুডে
করোনাভাইরাস কোভিড-১৯ এ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলার ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া, নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
বিভিন্ন সভা সমাবেশ সহ নানা কার্যক্রমে ওই ডাক্তারের সংস্পর্শে এসব ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন এরকম সন্দেহে তারা কোয়ারেন্টাইনে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম।
অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ঊর্ধ্বতন কর্মকর্তা আইসেলশনে এবং জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম কোয়ারেন্টিনে আছেন। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন গত মঙ্গলবার (৭এপ্রিল) রাত থেকে হঠাৎ অসুস্থ বোধ করলে বুধবার তিনি তার বাংলোয় রেস্টে ছিলেন। বাংলো থেকেই জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন দুপুরে তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়।
এদিকে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ ও গতকাল থেকে কোয়ারেন্টাইনে আছেন।