মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২২-এ বাংলাদেশের দল ‘টিম ডায়মন্ডস’ চ্যাম্পিয়ন হয়েছে

  • আপডেট টাইম শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৪.২৬ পিএম

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন প্রতিযোগিতা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের ‘মোস্ট ইন্সপিরেশন’ ক্যাটাগরিতে গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘টিম ডায়মন্ডস’।এর আগে ৪২০টি দলের মধ্যে গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় জায়গা করে নেয় দলটি। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের ওয়েবসাইটে চূড়ান্ড ফলাফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের আরও দু’টি দল ছিল প্রতিযোগিতার অনারেবল ম্যানশনস তালিকায়।

শুক্রবার (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘২০২২ গ্লোবাল উইনার্স’ অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে গ্লোবাল চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করে নাসা। ফেসবুক, টুইটার ও ইউটিউবে সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

টিম ডায়মন্ডস দলটি মহাকাশের বিভিন্ন রহস্য নিয়ে তৈরি ‘ডায়মন্ড ইন দ্য স্কাই’ ইন্টার–অ্যাকটিভ গেম তৈরি করে প্রতিযোগিতায় গ্লোবাল চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে। শিশুদের জন্য তৈরি গেমটি খেলার ছলে শিশুদের মহাকাশের বিভিন্ন রহস্য জানার সুযোগ দেয়।

টিম ডায়মন্ডস দলের সদস্যরা হলেন তিশা খন্দকার (দলনেতা), ইঞ্জামামুল হক, মুনিম আহমেদ, আবু নিয়াজ ও জারিন চৌধুরী। দলের প্রথম চার সদস্যই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জারিন চৌধুরী পড়ালেখা করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুনঃ ঢাকা কলেজ একাদশে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

এ বছর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ১৬২টি দেশ থেকে ২৮১৪ দল অংশ নেয়। বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাইয়ের পর ৩৫টি দলের প্রকল্পকে ‘গ্লোবাল ফাইনালিস্ট’ হিসেবে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচন করে নাসা। চূড়ান্ত আসরে ১০টি ক্যাটাগরিতে ১০ দেশের দলকে নির্বাচিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আঞ্চলিক পর্ব বাংলাদেশে আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। প্রতিযোগিতায় সেরা ১৮টি প্রকল্প নাসার কাছে পাঠায় সংগঠনটি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আঞ্চলিক পর্বে সেরা প্রকল্পগুলো পর্যালোচনা করে ১০টি ক্যাটাগরিতে গ্লোবাল চ্যাম্পিয়ন ঘোষণা করেছে নাসা।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today