নিখোঁজ হওয়া কলেজ ছাত্রের লাশ পুকুরপাড়ে উদ্ধার

ডেস্ক রিপোর্ট


নিখোঁজ কলেজছাত্র আরমান হোসেন আন্নার (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে মরদেহ পুকুর পাড়ে পুঁতে রাখা হয়েছিল। এমন ঘটনা ঘটেছে বগুড়ার কাহালুতে। এ ঘটনায় সুজন ও ওবায়দুর নামে দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার সকালে কাহালু থানার মুরইল ইউপির ডুমুর গ্রামের খাঁ পাড়ার একটি পুকুর পাড় থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরমান ওই গ্রামের আজিজার রহমানের ছেলে।

জানা যায়, রোববার রাত ৮টা পর্যন্ত আরমান ও সুজনকে গ্রামের ওই পুকুরপাড়ে বসে কথা বলতে দেখেছে নিহতের পরিবার। রাতে আরমান বাড়ি না ফিরলে সোমবার ভোর থেকে তাকে খোঁজা শুরু হয়। এক পর্যায়ে খাঁ পাড়ায় ইটের দেয়াল ঘেরা পুকুরপাড়ে মাটি খোড়া দেখে সন্দেহ হয়। পরে মাটির নিচে তার মরদেহ পাওয়া যায়।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, আরমানকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দু্ইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

Scroll to Top