ওয়াশিম আকরাম, যবিপ্রবি প্রতিনিধি
আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রত্যয়ী ১৫ এর র্যাগ ডে উদযাপন শুরু হয়েছে । র্যাগ ডে উপলক্ষে পুরো বিশ্ববিদ্যালয় সেজেছে নতুন এক অপরুপ সাজে।
বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সম্মিলিতভাবে র্যাগ ডে আয়াজন করেছে ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থীরা। বিদায়ী ব্যাচ ২০১৫-১৬ শিক্ষাবর্ষ। দু’দিন ব্যাপী আয়াজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ছাত্র পরামর্শ ও নির্দশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেন।
দীর্ঘ প্রতিক্ষার পর বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশে এই র্যাগ ডে উদযাপন করা হয়।
এ উপলক্ষে এদিন বেলা ১১টার দিক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে কেদ্রীয় খেলার মাঠে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা অনুষ্ঠান ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিন’স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনিসুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবির জাহিদ, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকশৌলী হেলাল উদ্দিন পাটোয়ারী, শাখা ছাত্রলীগর সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন, শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগর সভাপতি শিলা আক্তার, প্রত্যয়ী ১৫ র্যাগ ডে উদযাপন কমিটির আহ্বায়ক নাজমুল হোসাইন।
বিদায়ী ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন শিল্প উৎপাদন ও প্রকৌশল বিভাগের মারুফ হাসান সুকর্ণ।