সারাদেশ টুডে: পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অতঃপর গলা টিপে হত্যা এমন নৃশংস কান্ড ঘটেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলায়।
পঞ্চম শ্রেনীর ছাত্রী মণি আক্তারকে (১২) ধর্ষণের পর হত্যার ঘটনায় সুলতান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক যুবক পুলিশের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো: আকবর আলী মুন্সী।
আটক সুলতান উদ্দিন (২৫), বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুর রাশিদের ছেলে।
পুলিশ জানায়, মণি আক্তারকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে বাড়ির পাশের একটি জঙ্গলের হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। গত ১লা মে শুক্রবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রধান আসামী সুলতান উদ্দিন ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
পুলিশ আরও বলেন,ঘটনার পরদিন শিশুটির বাবা আব্দুল মন্নাফ বাদি হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করে।
উল্লেখ্য নিহত মণি আক্তার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের লামাপাড়া গ্রামের আব্দুল মন্নাফের মেয়ে।