নোবিপ্রবি টুডেঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নবায়নযোগ্য শক্তি ও জ্বালানী সম্পর্কিত উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা 'ইয়াং বাংলা-বিচ্ছুরণ' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি রুমে উক্ত সেমিনার শুরু হয়।
এসময় বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে, উপাচার্য ড. মোহাম্মদ দিদার-উল-আলম বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে 'বিচ্ছুরণ ও নবায়নযোগ্য শক্তি'-র গুরুত্ব এবং নবায়নযোগ্য শক্তির নানাবিধ ব্যাবহার সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, নবায়নযোগ্য শক্তি ও জ্বালানী সম্পর্কিত উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা 'বিচ্ছুরন'-এর রেজিস্ট্রেশনের শেষ সময় ১৮ নভেম্বর, ২০১৯ তারিখ।
আইডিয়া জমা দিতে লগইন করুনঃ www.youngbangla.org
সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের নোবিপ্রবি প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান।