মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধি
শিক্ষা, শান্তি ও আদর্শের পতাকাবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
শনিবার সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারন সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ আব্দুল্লাহ বায়েজিদ তপু কে সভাপতি এবং মোঃ মোজাম্মেল হক কে সাধারন সম্পাদক করে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, নোবিপ্রবি শাখার ১৮ সদস্যের একটি প্রাথমিক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন-
সহসভাপতি- রিপন চন্দ্র শীল, হাবিবুর রহমান রকি, মশিউর রহমান কনক, অন্তু চৌধুরী।
যুগ্ম সাধারণ সম্পাদক- পারভেজ হোসেন মোঃ রাশেদ ইকবাল, শাহরিয়ার নাসের, জুবায়ের হোসেন সৌরভ।
সাংগঠনিক সম্পাদক- আশরাফুল ইসলাম, রাশেদ হোসেন, জিদানুর রহমান, সাইফুল ইসলাম।
দপ্তর সম্পাদক- আরিফুর রহমান, প্রচার সম্পাদক- আবু ইউসুফ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক- প্রণয় বড়ুয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক- বায়েজিদ বোস্তামী বিপ্লব।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ বায়েজিদ তপু বলেন, শিক্ষা, শান্তি, আদর্শের মূলনীতি নিয়ে আমরা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, নোবিপ্রবি শাখা জাতির পিতার আদর্শের সোনার বাংলা বিনির্মানে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বদা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমরারের মত “বঙ্গবন্ধু ছাত্র পরিষদ” এর কমিটি দেয়া হল।