সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন

নোবিপ্রবিতে সাপ আতঙ্ক, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০২২, ৩.০০ পিএম

ক্যাম্পাস টুডে ডেস্কঃ আবাসিক হলের ভিতরে একের পর এক সাপ উদ্ধারে আতঙ্কিত হয় গভীর রাতে হলের বাহিরে অবস্থান করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বঙ্গমাতা হলের শিক্ষার্থীরা।

জানা যায়, ১ই আগষ্ট রাত ১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের তৃতীয় তলায় দুইটা সাপ দেখা যায়। এসময় হলে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন । পরে অনেক চেষ্টার পর তারা একটি সাপ মারতে সক্ষম হয়, বাকিটা পালিয়ে যায়। এর আগে একই তলায় জুতার মধ্যে সাপ উদ্ধার করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয় ঠিকমতো পরিষ্কারের অভাবে সন্ধ্যার পর বিষাক্ত সাপ ঝোপঝাড় থেকে বেরিয়ে আসছে প্রতিনিয়ত। আবাসিক হল, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে অবাদে ঘুরে বেড়াচ্ছে এসব সাপ। সাপের এই উপদ্রব বাড়ায় বেশি অনিরাপদ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নিচ তলার কক্ষ ও বাথরুমগুলো। গরমের কারণে সন্ধ্যার পর প্রায়ই জায়গায় দেখা মিলছে সাপের।

এদিকে বিশ্ববিদ্যালয়ে সাপের এই উপদ্রব বাড়ায় আতঙ্কে আছেন শিক্ষার্থীরা। হলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। তাই সাপ নিধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রভোস্ট ড. মহিনুজ্জামান বলেন, সাঁপ আতঙ্ক থেকে রক্ষার্থে সারারাত আমরা হল প্রভোস্টসহ সহকারী প্রভোস্টবৃন্দ আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে হলে থেকেছি। সকালে ফায়ার সার্ভিস টিম এনে সম্পূর্ণ হলে সাঁপ উদ্ধার অভিযান চালানো হয়েছে, এতে কোন সাঁপ পাওয়া যায় নি। সবর্শেষ হলের আশপাশে ভালোমত পরিস্কার-পরিচ্ছন্ন করে প্রয়োজন মত কার্বলিক এসিড ছিটানো হয়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today