নোবিপ্রবির ল্যাবে আরও ৪৫ জন করোনা রোগী শনাক্ত

মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধি


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অনুজীব বিজ্ঞান ল্যাবে গত ২৪ ঘন্টায় ৪৫ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে।

আজ ১৯ জুন ঘোষিত করোনার টেস্টের ফলাফলে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা পজিটিভ এবং ১৪৩ জনের নেগেটিভ ফলাফল এসেছে। এখন পর্যন্ত পর্যন্ত নোবিপ্রবি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৬৩৬১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নোবিপ্রবি করোনা পরীক্ষা কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, ১১ মে হতে নোবিপ্রবিতে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। এর আগে ৭ মে নমুনা পরীক্ষার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একাডমিক ভবন -০১ এর ৫ম তলায় মাইক্রোবায়োলজি বিভাগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এ ল্যাব উদ্বোধন করেন। চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর এ তিন জেলার করোনার নমুনা পরীক্ষা হয় নোবিপ্রবির ল্যাবে।

Scroll to Top