আব্দুল্লাহ আল নোমান, নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের দ্বিতীয় মেয়াদে সভাপতি (চেয়ারম্যান) হলেন সহকারী অধ্যাপক বাদশা মিয়া।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জসীম উদ্দিন (অঃ দাঃ) সাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
কতৃপক্ষের অনুমোদনক্রমে রেজিস্ট্রার সাক্ষরিত অফিস আদেশে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বাদশা মিয়া কে উক্ত বিভাগের চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ দেওয়া হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।
দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হওয়ার পর সহকারী অধ্যাপক বাদশা মিয়া বলেন, ‘সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্তৃপক্ষের সহযোগিতায় আইন বিভাগের উন্নয়নে কাজ চালিয়ে যাবো। বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে ও বাংলাদেশের আইন শিক্ষার মানোয়ন্ননে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ বাংলাদেশের আইন শিক্ষার উন্নয়নে অনন্য ভুমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’