আব্দুল্লাহ আল নোমান, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ফলে ভবনের ৪র্থ তলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনা পরপরই ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সরেজমিনে দেখা যায়, অগ্নিকাণ্ডের ফলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষকদের দুইটি কক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এসময়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অফিস কক্ষ, ল্যাব সরঞ্জাম, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের মাধ্যমে আগুন লাগার সঠিক কারণ উদঘাটন করা যাবে বলে জানান তারা।
এসময়ে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাণ ও কারণ অনুসন্ধানের জন্য দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।