শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন

নোবিপ্রবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৪৫ পিএম

আব্দুল্লাহ আল নোমান, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলিফ আহমেদ (২৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান। তিনি বলেন,রাত ১১ টার দিকে বিভাগের একজন সহকর্মীর কাছে থেকে জানতে পারি আমার বিভাগের একজন শিক্ষার্থী স্ট্রোক করে মারা গেছে। সে খুবই শান্ত স্বভাবের ছিলো। কখনও রাগ করতে দেখিনি।তার আত্মার শান্তির জন্য সবার দোয়া প্রার্থনা করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানান, একজন শিক্ষার্থীর মৃত্যু খুবই মর্মান্তিক। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানান, একজন শিক্ষার্থীর মৃত্যু খুবই মর্মান্তিক। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আলিফকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরিবার তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, মেধাবী এ শিক্ষার্থীর অকাল প্রয়াণ কষ্ট ও বেদনার। তার পরিবারের সদস্যদের জন্য এ শোক সহ্য করা কঠিন। তার প্রয়াণে একটি সম্ভাবনার মৃত্যু ঘটলো।

আলিফ আহমেদ নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত জালাল আহমেদের ছেলে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today