পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে

পবিত্র কুরআন শরীফের ১১৪টি সূরার মধ্যে সূরা তওবা ব্যতিরেকে অন্য বাকি ১১৩টি সূরা শুরু করা হয়েছে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” দিয়ে।

আল্লাহর অশেষ দয়ায় অবশেষে যাত্রাশুরু করল ‘দ্য ক্যাম্পাস টুডে’। ভালোবেসে পাশে রাখবেন। ‘দ্য ক্যাম্পাস টুডে’ এর জন্য দোয়া করবেন। আমরা সত্য ও সুন্দর সংবাদ পরিবেশ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এছাড়া হাদীস থেকে জানা যায়, ইসলামের নবী মুহাম্মাদ প্রতিটি কাজ শুরু করার আগে “বিসমিল্লাহির রাহমানির রাহীম” বলতেন। অনেক কাজে “বিসমিল্লাহির রাহমানির রাহীম” বলা বা লেখার নির্দেশনা রয়েছে।

দ্য ক্যাম্পাস টুডে

Scroll to Top