ঢাবি প্রতিনিধি
পহেলা জুলাই (বুধবার) থেকে অনলাইনে ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।শিক্ষার্থীদের ভয়াবহ ক্ষতি এড়াতে এক ভার্চুয়াল সভা শেষে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ঢাবির উপাচার্য মোঃ আখতারুজ্জামান, উপ উপাচার্য(শিক্ষা) ডঃ এ এস এম মাকসুদ কামাল, উপ উপাচার্য ডঃ মোঃ সামাদ সহ বিভিন্ন বিভাগের ডিন ও চেয়ারম্যানবৃন্দ।
পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম বর্ষে পদার্পণ উপলক্ষে সেই দিনটিকে মাইলফলক হিসেবে রাখতে সীমিত পরিসরে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনলাইন কার্যক্রম। ১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে শুরু হবে প্রায় সকল বিভাগের অনলাইন ক্লাস।
করোনার কারনে গোটা বিশ্ব থমকে গেলেও বসে থাকলে চলবেনা।সকল বিভাগ অনলাইন ক্লাস শুরু করতে না পারলেও চরম ক্ষতি এড়াতে সীমিত পরিসরে শুরু করতে হবে। এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার নির্দেশনায়।