ক্যাম্পাস টুডে ডেস্কঃ ২৭ দিনের ছুটিতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। আগামী বৃহস্পতিবার থেকে বাংলা নববর্ষ, ইস্টার সানডে, পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৭ এপ্রিল ইস্টার সানডে উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে। একই সঙ্গে পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষ্যে ১৮ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে। তবে ১৫ ও ১৬ এপ্রিল শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির দিন থাকায় ১৪ এপ্রিল থেকেই টানা ২৭ দিন সব ক্লাস বন্ধ থাকবে। এরমধ্যে ১৮ ও ১৯ এপ্রিল শুধুমাত্র অফিস খোলা থাকবে।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী