শনিবার, ১০ জুন ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ন

পাঠ্যপুস্তক যাতে আরও আকর্ষণীয় হয় সেসব বিষয় নিয়ে আমরা কাজ করছি: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১২.২০ এএম

জাবি প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বর্তমান যুগে শিক্ষার পদ্ধতি ভিন্নরকম। পাঠ্যপুস্তকগুলো সাধারণত আকর্ষণীয় হয় না।তাই পাঠ্যপুস্তক যাতে আরও আকর্ষণীয় হয় তা নিয়ে আমরা কাজ করছি।শিক্ষার্থীরা জেনে বুঝে শিখবে, তার চেষ্টা করে যাচ্ছি। তারা শেখার মতো শিখুক। এই শেখার পেছনে মূল ভূমিকা পালন করবেন শিক্ষকরা। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীকে জ্ঞানপিপাসু করে তোলা।‘

শনিবার (৩০ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সায়েন্স ক্লাব আয়োজিত অষ্টম গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।’

তিনি আরও বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সবাইকে প্রস্তুত হতে হবে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও বিজ্ঞানচর্চা হয়ে থাকে। আমাদের চারপাশে যা ঘটছে তা বুঝতে হলে গণিত বুঝতে হবে। এই অলিম্পিয়াডগুলো গণিতের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা তৈরি করে। এই প্রতিযোগিতামূলক অলিম্পিয়াডে শহর থেকে গ্রাম সব অঞ্চলের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে— যা প্রমাণ করে গণিত সর্বজনীন।’

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, ‘ প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও সাহসিকতায় পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। দেশে এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়ন হয়নি।জাবিতেও এর ছোঁয়া লেগেছে। ১৪০০ কোটি টাকা বাজেট দিয়েছেন প্রধানমন্ত্রী— যা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ। করোনাকালে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস—পরীক্ষা দিয়েছে। এতে সেশনজট কমেছে।শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন।’

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন— ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. এ. এ. মামুন এবং অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির প্রমুখ।

উল্লেখ্য,এর আগে ১লা জুলাই “গণিতের মাঝে বিজ্ঞানের বাস, গণিতে করি মেধার বিকাশ” শীর্ষক শিরোনামে ‘৮ম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২২’ অনুষ্ঠিত হয়। এতে ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের, ৬ষ্ঠ শ্রেণি- ১২শ শ্রেণির ৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।মেধার ভিত্তিতে প্রতিটি ক্যাটাগরিতে সর্বোচ্চ নাম্বার পাওয়া প্রথম ৫ জন কে বিজয়ী ঘোষণা করা হয়।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today